- Home
- President Message
------------------------
সভাপতি
——— উচ্চ বিদ্যালয়
চাটখিল নোয়াখালী।
————– উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। এটি ———— উপজেলার ———— গ্রামে অবস্থিত।
বিদ্যালয়টি ———— সালে প্রতিষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষা অনুরাগী ————– বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ইহা নিরিবিলি এবং মনোরম পরিবেশে অবস্থিত। ———— উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান।জ্ঞান ও শক্তির সম্মিলনে সৃজিত শিক্ষার মধ্যেই নিহিত একটি জাতির প্রগতি ও মুক্তি। মানবতা, শান্তি ও উন্নয়নে শিক্ষা আপোসহীন ও অবিচ্ছেদ্য। সৎ, নির্ভীক ও নিষ্ঠাবান মানুষ তৈরিরর জন্য সুশিক্ষার বিকল্প নেই । শিক্ষার দুর্লভ নির্যাসে প্রতিনিয়ত পবিত্র ও পরিপূর্ণ হচ্ছে এই ধরা। যুগোপযোগী ও আধুনিক শিক্ষার মানদন্ডকে সামনে রেখে পড় তোমার প্রভুর নামে এই নীতিবাক্যকে মর্মমূলে ধারণ করে প্রতিষ্ঠানটি। —————- বিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি খেলাধুলা সকল বিষয়ে সঠিকভাবে পরিচালিত হয়ে থাকে এবং উত্তরোত্তর যাতে আরো ভালো হয় তার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা বা সহযোগিতা করা হয়ে থাকে। অত্র প্রতিষ্ঠানটি দক্ষ বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদ এর সুনিবিড় তত্ত্ববধানে এক ঝাঁক মেধাবী ও খ্যাতিমান শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সম্মানিত অভিভাবক, এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা আমি একান্ত ভাবে কামনা করছি।